Daily Gazipur Online

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির নেতৃত্ব হরতাল বিরোধী মিছিল

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিএনপি জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল এর প্রতিবাদে আজ রোববার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মহাসড়কের পাশে অবস্থান নিয়ে তারা বিএনপি জামাতের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
দুপুর বারোটার দিকে টঙ্গীর নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর দুই আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রেজাউল করিম, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব, যুবলীগ নেতা জসিম মাদবর প্রমূখ।