নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদীতে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে ‘জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ’ সোমবার(২৬ সেপ্টেম্বর) বিকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সমাবেশ করা হয়।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃধর্মীয় বন্ধনকে সুসংহত রাখা এবং অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম।
উল্লেখিত সামাজিক সম্প্রীতি কমিটির সমন্বয়ে ‘জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ’ এর আয়োজন করা হয়।
নরসিংদী জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নরসিংদী শাখার সভাপতি অহিভূষণ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস।
প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক বলেন, হিন্দু-মুসলিম বিবেদ শুরু হয় ১৯২২ সাল থেকে। ১৯২২ সাল থেকে ১৯২৭ সাল পর্যন্ত হিন্দু-মুসলিম অনেক দাঙ্গা হয়েছিল। এগুলোর জন্য দায়ী ছিল ব্রিটিশ সরকার। ব্রিটিশরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য হিন্দু মুসলিমদের মাঝে দাঙ্গা লাগিয়ে দিত। মজা লুটতো তারা।
আমাদেরকে বুঝতে হবে যেখানে সম্প্রীতি নেই, সেখানে শান্তি নেই, যেখানে শান্তি নেই সেখানে আপনি যত সম্পদশালীই হউন না কেন আপনি সুখে থাকবেন না। কাজেই আপনারা সম্প্রীতি বজায় রাখবেন। আমরা সকল ধর্মকে সম্মান করবো। সকল ধর্মের মানুষকে সম্মান করবো। তাহলেই আমাদের সমাজে সুখ-শান্তি থাকবে।
যেখান সম্প্রীতি নেই, সেখানে শান্তি নেই—-নরসিংদী জেলা প্রশাসক
