যেভাবে গ্রেফতার হয় সাহাব উদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল

0
147
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রাজধানীর গুলশানে সাহাব উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গুলশানের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।
এদিকে, আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটের সময় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) এর গনমাধ্যম শাখার মূখপাত্র (পরিচালক) লে. কর্ণেল আশিক বিল্লাহ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানের একটি হোটেলে অভিযান চালায় এলিট ফোর্স (র‌্যাব)। অভিযানকালে সাহাব উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতারণার দায়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি প্রতিষ্ঠানটির (এমডি) ফয়সাল আল ইসলাম (৩৪)কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র‌্যাবের গনমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ গনমাধ্যমকে জানান, গ্রেফতারের পর মামলার পলাতক আসামী ফয়সাল আল ইসলামকে জিঞ্জাসাবাদ করা হয়েছে। আজকেই তাকে গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
জানা যায়, গত সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান থানায় করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার ও জালিয়াতির অভিযোগে রাজধানীর সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিনজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় মামলা দায়ের করে এলিট ফোর্স র‌্যাব।
এবিষয়ে আজ মঙ্গলবার ডিএমপির গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান গনমাধ্যমকে বলেন, মামলায় হাসপাতালের আটক দুইজন ও পলাতক একজনসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, আজ গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, মামলায় সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল আল ইসলাম (৩৪), সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদির (৩৩) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় আরও দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। হাসপাতালটির সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here