Daily Gazipur Online

যৌতুক ও মাদকের অভিশাপ থেকে বাঁচতে সারা দেশে গণজাগরণ গড়ে তুলতে হবে—শিক্ষা উপমন্ত্রী

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, দেশে গরিবের সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। যৌতুক দিতে না পারায় দেশে প্রতিদিনই শত শত বিয়ে ভাঙছে। কন্যাদায়গ্রস্ত পিতা-মাতার আর্তনাদ ও আহাজারি থামাতে কেউ সত্যিকার অর্থে এগিয়ে আসছে না। মাদকের সহজলভ্যতা যুব তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ সর্বনাশা মাদক। যুব সমাজ ফেসবুক মোবাইল আসক্তিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে নিজেদের সম্ভাবনাময়ী জীবনকে অর্থহীন করে তুলছে। তিনি আরো বলেন, যৌতুক ও মাদকের ভয়াবহ আগ্রাসন ও অভিশাপ থেকে বাঁচতে সারা দেশে গণজাগরণ গড়ে তুলতে হবে। নিজ নিজ অবস্থান থেকে এব্যাপারে সবাইকে সচেতন করে তোলার দায়িত্ব পালন করতে হবে। দেশের প্রখ্যাত আলেমেদ্বীন পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরীর পাশাপাশি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের পেশাজীবীদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ২৯ জানুয়ারি শুক্রবার সকালে শিক্ষা উপমন্ত্রীর বাসভবনে আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। তিনি আগামী ৬ মার্চ’২১ শনিবার দুপুর ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য যৌতুক-মাদকবিরোধী মহাসমাবেশ এবং আন্দোলনের ১ যুগ পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালীর সফলতা কামনা করেন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, সদস্য মুহাম্মদ এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মানিক সহ সংগঠনের নেতৃবৃন্দ।