Daily Gazipur Online

রড বোঝাই ট্রলির ধাক্কায় পথচা‌রি বৃদ্ধার মৃত্যু,চালক আটক

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া বাজার নামক যায়গায় রড বোঝাই ট্রলির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু ঘটে।
আজ শনিবার বিকাল ৪ টার সময় ঠাকুরগাঁও- পীরগঞ্জ মহা সড়কে লোহাগাড়া বাজার নামক এলাকায় রড বোঝাই একটি ট্রলি সড়কে বৃদ্ধাকে (৫০)ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।
উপস্থিত জনতা ট্রলি ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। মৃত বৃদ্ধা ৩ নং খনগাঁও ইউনিয়নের পাটকিয়া গ্রামে,তিনি নন্দী গোপাল রায়ের স্ত্রী।
পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উপস্থিত জনতার বরাতদিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঠাকুরগাঁও- পীরগঞ্জ মহাসড়কের লোহাগাড়া বাজার‌ে রড বোঝাই একটি ট্রলি পথচারি বৃদ্ধাকে আঘাত করলে ঘটনাস্থলে বৃদ্ধা মারাযায়। ঘাতক ট্রলি ও চালককে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।