রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য সিআইপি কার্ড

0
73
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বৃহস্পতিবার ঢাকায় একটি হোটেলে বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ীদের মধ্যে সিআইপি কার্ড প্রদান করেছেন।
এ বছরসহ গত ২৮ বছর ধরে সিআইপি কার্ড পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি আলিফ গ্রুপের চেয়ারম্যান এবং ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। তিনি অস্ট্রেলিয়ান ইন্ট্যারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসীম উদ্দিন এবং বানিজ্যিকভাবে গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ। শিল্প, বাণিজ্য ও পণ্য রপ্তানিতে অবদান রাখার জন্য ১৭৬ জন ব্যবসায়িকে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে (সিআইপি) মর্যাদা দিয়েছে সরকার। প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয় নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী ব্যবসায়ীদের সিআইপি হিসাবে ঘোষণা করে। এবারের তালিকাটি ২০১৮ সালের জন্য।
দেশের রপ্তানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান, উৎসাহ-উদ্দিপনা ও পারস্পারিক প্রতিযোগিতার আবহ সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) যৌথ আয়োজনে সিআইপি কার্ড বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here