রাজধানীতে অবৈধ সীমকার্ড বিক্রয়কারী প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

0
91
728×90 Banner

মনির হোসেন জীবন: রাজধানীতে অবৈধভাবে রেজিষ্ট্রেশনকৃত সীমকার্ড বিক্রয়কারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা এস, এম নয়ন (৩৫)’কে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, প্রতারক চক্রের মূলহোতা এস,এম নয়ন (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার তেতুলবাড়ীয়া গ্রামের শেখ মিজানুর রহমানের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে রাজধানীর খিলগাঁও থানার জোড়পুকুর খেলার মাঠ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তার নিকট থেকে ১১০টি অবৈধ মোবাইল সিম, ১টি মোবাইল ফোন, ৪০০ টাকা, একটি মানিব্যাগ, ১টি এন আই ডি কার্ড, ৩ টি এটিএম কার্ড ও ১টি স্ক্যানার মেশিন উদ্বার মূলে জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
আজ দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামী এস, এম নয়ন এই প্রতারনা কাজে জড়িত বলে স্বীকার করেছে।
এএসপি ফারজানা হক জানান, এছাড়া নয়ন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে রেজিষ্ট্রেশনকৃত সীমকার্ড বিক্রয় করে আসছিল। ইতিপূর্বে সে যে সকল সীমকার্ড বিক্রয় করে থাকে সেগুলো পূর্বে থেকেই অন্য কোন ব্যক্তির নামে রেজিষ্ট্রেশন করা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এ ধরনের অবৈধ সীমকার্ড গুলো দেশের বিভিন্ন দুষ্কৃতিকারী চক্র ক্রয় করে অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here