রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য গ্রেফতার

0
226
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মো. সাইফুল্লাহ (২৬), মো. আব্দুল আলীম (২২), মো. ফয়জুল্লাহ (১৮), মো. জহিরুল ইসলাম (১৯) ও মো. মাইনুদ্দীন ওরফে সজীব (১৯)। এ সময় তাদের কাছ থেকে ২০টি ডেটোনেটর ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিম) এর পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে, তারা নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় একত্রিত হয়েছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here