রাজধানীতে গাড়িচাপায় পিকআপ ভ্যানচালক নিহত

0
212
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আলী (৩১)। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার (১৩ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে রামপুরা রোডের হাতিরঝিল থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নজরুল ইসলাম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে রামপুরা রোডের ইউলুপের মুখে একটি গাড়ি মোহাম্মদ আলীর পিকআপ ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কায় দেয়। এ সময় পিকআপ ভ্যান চালক তার ভ্যান থেকে নেমে গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেন। গাড়িটি না থেমে তাকে ধাক্কা দিয়ে তার ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেলে এদুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় পিকআপ ভ্যানচালক মোহাম্মদ আলী (৩১)। নিহত মোহাম্মদ আলীর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। তার পিতার নাম মোতালেব ব্যাপারী। রাস্তার ওপর কোন গাড়ির চাপায় সে নিহত হয়েছে তা জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে বলে জানান তিনি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় রোড এক্রিডেন্ট আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here