রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে উবার চালক খুন

0
201
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে মোটরসাইকেলে যাত্রীবেশী দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক উবার চালক খুন হয়েছে। নিহতের নাম মো. মিলন (৩২)। পরে দুর্বৃত্তরা মিলনের মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। মিলনকে ছুরিকাঘাত করার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার ভোরে মো: মিলনের মৃত্যু হয়। নিহত মিলনের ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের ভবনের সামনে ফ্লাইওভারে এ খুনের ঘটনা ঘটে।
ডিএমপি শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান আজ সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মিলনের গলার ডান পাশে চাকু বা অন্য কোনও ধারালো অন্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার গলার ক্ষত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়। অ্যাপস ছাড়া চুক্তিতে রাইড শেয়ার করে যাত্রী পরিবহন করায় তিনি খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
এসআই আতিকুর রহমান আরও জানান, রোববার দিবাগত রাতে মালিবাগ থেকে মোটরসাইকেলে করে শান্তিনগর যাওয়ার পথে এঘটনা ঘটে। নিহত মিলনের ময়নাতদন্ত শেষে তার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এ ঘটনায় মিলনের স্ত্রী শিল্পী বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। এখুনের ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ আজ রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here