
ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খিলক্ষেতে প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্য অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে সজীব হোসেন নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় প্রশ্নফাঁসের কাজে ব্যবহৃত দুটি মোবাইল উদ্ধার করা হয়। সেসব মোবাইলের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক যাচাই করে তার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।সজীব গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী।
