এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা বারেক সরকারসহ তার পাঁচজন সহযোগীকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বারেক সরকার ওরফে হাজী বারেক (৬৩), মোঃ হাবিবুর রহমান (২৪), মোঃ জাকির হোসেন (৫৮), মোঃ আক্তারুজ্জামান (২৮), ও মোঃ শাহরিয়ার তাসিম (১৯)। গ্রেফতাকৃত বারেক হাজীর নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত রাত ২টার দিকে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুসসালাম থানা এলাকায় এলাকায় অভিযান চালিয়ে দলনেতা সহ ৫জনকে গ্রেপ্তার করে র্যাব।
আজ রোববার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-৪ সুত্রে জানা যায়, গত ২ মার্চ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের ২২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই প্রতারনা চক্রের মূলহোতা বারেক সরকার ওরফে হাজী বারেক তখন ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুসসালাম থানা এলাকায় এলাকায় অভিযান চালিয়ে দলনেতা বারেক সরকার ওরফে হাজী বারেক সহ ৫জনকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ৫জনকে গ্রেপ্তার করে র্যাব।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
র্যাবের হাতে গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন- মূলহোতা মোঃ বারেক সরকার ওরফে হাজী বারেক (৬৩), পিতা-মৃত হাবিজ সরকার, মাতা-আন্না বেগম, সাং-সাহেবচর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, এ/পিঃ বাসা-৪৪৭ (৩য় তলা) পশ্চিম রামপুরা, হাতিরঝিল, ঢাকা। মোঃ হাবিবুর রহমান (২৪), পিতা- মোঃ আজগর আলী, মাতা-মোসাঃ বেগম, সাং-জামালপুর, পোষ্ট-মাথাভাঙ্গা বাজার, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর, এ/পি-৭৫/১, ওয়াপদা ওমর লেন, থানা-রামপুরা, ঢাকা। মোঃ জাকির হোসেন (৫৮), পিতা-মৃত মোবারক আলী, মাতা-শরিফা খাতুন, সাং-পয়ালগাছা, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, এ/পি-১১১, রামপুরা টিভি সেন্টার রোড, রামপুরা, ঢাকা। মোঃ আক্তারুজ্জামান (২৮), পিতা-মোতাহার উদ্দিন, মাতা-সুফিয়া বেগম, সাং-পৌর ৮ নং ওয়ার্ড, লালমোহন পৌরসভা, থানা-লালমোহন, জেলা-ভোলা, এ/পি-৩৯/৫ পূর্ব হাজীপাড়া, থানা-রামপুরা, ঢাকা। মোঃ শাহরিয়ার তাসিম (১৯), পিতা-মোঃ আনোয়ার হোসেন, পিতা-শাহনাজ পারভীন, সাং-সেলিমপুর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, এ/পি-২৫৬/৭ আহমেদনগর, পাইকপাড়া, মিরপুর-১, থানা-মিরপুর, ঢাকা।
সংবাদ সম্মেলনে র্যাব জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক প্রতারণার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা তাদের সংগঠন ও প্রতারণার কৌশল সম্পর্কে বিভিন্ন তথ্য র্যাবকে প্রদান করেছে। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।