এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ সিএনজি ছিনতাইকারী চক্রের সক্রিয় ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪এর একটি দল। আটককৃতরা হলেন- (০১) মোঃ হারুন অর রশিদ (২৮), জেলা-ঢাকা, (২) মোঃ রুহুল আমিন (৩৬), জেলা-ভোলা, (৩) মোঃ জামাল হোসেন (৬০), জেলা-বাগেরহাট, (৪) মোঃ সোহেল খাঁ (৪০), জেলা-পিরোজপুর, (৫) ওয়ালী উল্লাহ ওরফে জয় (২১), জেলা-নড়াইল ও (৬) মোঃ রশিদ খান (৪৫), জেলা-মুন্সিগঞ্জ। এসময় ধৃত ব্যক্তিদের কাছ থেকে ১টি সিএনজি ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ সোমবার (১৭ জুন) র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিডিয়া মো: মিজানুর রহমান ভুঁইয়া ঘঁটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রোববার রাত ৮টা থেকে শুরু করে আজ পর্যন্ত র্যাব-৪ এর সদস্যরা রাজধানীর মিরপুরের দারুস সালাম, ডেমরা ও দক্ষিণখান এলাকা তাদের ৬ সদস্যকে আটক করে।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এবিষয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এলিট ফোর্স র্যাব-৪ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মঞ্জুরুল কবীর প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর কমান্ডিং অফিসার সাংবাদিকদেরকে বলেন, রোববার রাত ৮টা থেকে শুরু করে আজ সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর মিরপুরের দারুস সালাম, ডেমরা ও দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি ছিনতাইয়ের একটি চক্রের সক্রিয় ৬ সদস্য আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবকে জানায় যে, তারা বিভিন্ন কৌশলে সিএনজি ছিনতাই করে এবং তা আটকে রেখে মালিকের কাছ থেকে মোটা অংকের নগদ টাকা আদায় করা হতো। এছাড়া এচক্রের সদস্যরা সিএনজি ছিনতাই করে ওই গাড়ির মালিকের নিকট হতে প্রতিটি সিএনজি বাবদ নগদ ৬৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আদায় করে আসছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তারা বলেন,সিএনজি ছিনতাইয়ের একটি চক্র যাত্রী সেজে সিএনজি ভাড়া করে নির্জন স্থানে নিয়ে ড্রাইভারকে মারধর করে রাস্তার পাশে ফেলে দিয়ে সিএনজি নিয়ে তাদের পূর্বের পরিকল্পিত নির্ধারিত সিএনজি গ্যারেজে নিয়ে রাখে।
তিনি আরও জানান,তাদের দলের অন্য একটি চক্র যখন সিএনজি ভাড়ার জন্য ড্রাইভাররা রাস্তার পাশে অপেক্ষমান থাকে। এক পর্যায়ে সিএনজি ড্রাইভাররা তাদের তৃষ্ণা নিবারণের জন্য রাস্তার পাশে থাকা চা/শরবত পান করার উপক্রম হলে উক্ত চা/শরবতের দোকানের আশপাশে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা সিএনজি ছিনতাইয়ের চক্রের সদস্যরা উক্ত চা/শরবতের মধ্যে নেশা জাতীয় উপাদান মিশিয়ে সিএনজি ড্রাইভারদের সুকৌশলে পান করায় এবং কৌশলে যাত্রী বেসে দূরের কোন স্থানে সিএনজি ভাড়া করে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর কমান্ডিং অফিসার বলেন, রাস্তায় সিএনজি ড্রাইভার নেশায় অজ্ঞান হয়ে গেলে যাত্রী বেসে সিএনজিতে থাকা চক্রটি সিএনজি ড্রাইভারকে রাস্তার পাশে রেখে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ তারা নিজেরা সিএনজি চালিয়ে তাদের পূর্বের পরিকল্পিত সিএনজি গ্যারেজে নিয়ে যায়। পরবর্তীতে একটি দালাল চক্র উভয় পক্ষের মধ্যে মধ্যস্ততা করার জন্য ড্রাইভার এর ব্যবহৃত মোবাইল ফোনটি দিয়ে সিএনজির মূল মালিকের সাথে যোগাযোগ করে মোটা অংকের টাকা দাবি করে।
রাজধানীতে সিএনজি প্রতারকচক্রের সদস্যরা সক্রিয় রয়েছে জানিয়ে র্যাব-৪ এর এডিশনাল ডিআইজি মঞ্জুরুল কবীর সাংবাদিকদেরকে বলেন, ঢাকা শহরের কিছু সংখ্যক সিএনজি ড্র্ইাভাররা মালিকের নিকট হতে সিএনজি ভাড়া নিয়ে সিএনজি ছিনতাইয়ের প্রতারকচক্রের সাথে যোগসাযোস রয়েছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের একটি দালাল চক্র উভয় পক্ষের মধ্যে মধ্যস্ততা করার জন্য ড্রাইভার এর ব্যবহৃত মোবাইল ফোনটি দিয়ে সিএনজির মূল মালিকের সাথে যোগাযোগ করে মোটা অংকের টাকা দাবি করে । তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে বর্ণিত সিএনজিটির যন্ত্রাংশগুলো আলাদা আলাদা করে বিক্রি করবে মর্মে হুমকি প্রদান করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাব।