Daily Gazipur Online

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। তার নাম তাতালু (২৩)। তিনি রাজধানী যাত্রাবাড়ী থানার ধলপুরের তেলেগু কলোনীর বাসিন্দা। তার পিতার নাম রমনা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ওয়ারী থানাধীন সালাউদ্দিন হাসপাতালের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ওয়ারী থানাধীন সালাউদ্দিন হাসপাতালের সামনে এক গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী তাতালু (২৩) গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ সেখান থেকে ওই পরিচ্ছন্নতাকর্মীকে রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।