রাজধানীতে ৫০৪ পিস বিভিন্ন মডেলের চোরাই মোবাইল উদ্বার : আটক-৬

0
244
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে বিভিন্ন মডেলের চোরাই মোবাইলসহ চোরাই মাল বিক্রি চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো স্বপন ফকির, হৃদয়, মোঃ কালিমুল্লাহ, মোঃ বিল্লাল, রাকিব আলী ও মকবুল খান। এসময় তাদের নিকট থেকে চোরাই ও বৈধ কাগজপত্র বিহীন ৫০৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।
ডিএমপি পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো: এনামুল আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে পল্লবী থানা এলাকায় চোরাই মোবাইর উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রের সদস্যদের ধরতে অভিযান চালায় প্লøবী থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন পল্লবী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এস.এম শামীম। অভিযানকালে পুলিশ ৫০৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইলসহ ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা জব্দকৃত মোবাইলের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা চোরাই মোবাইল বিক্রেতা ও নিজেরাই মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িত। তারা মোবাইল ছিনতাই ও চুরির জন্য লোক ঠিক করে থাকে। পরবর্তীতে তারা এসব মোবাইল কম দামে মানুষের কাছে বিক্রি করত। এ বিষয়ে ডিএমপি পল্লবী থানায় ৬জনকে আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার আসামীদেরকে জিঞ্জাসাবাদ শেষে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here