রাজধানীতে ৬৫১টি বণ্যপ্রাণী উদ্বারের পর মিরপুর জাতীয় উদ্যানে অবমুক্ত

0
217
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন: রাজধানীর মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে ৬৫১টি বণ্যপ্রাণী উদ্বারের পর সেগুলোকে অবমুক্ত করা হয়েছে।
সোমবার রাজধানীর কামরাঙ্গীচরসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬৫১টি বণ্যপ্রাণী (পাখি) উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সেগুলোকে রাজধানীর মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা (ছেড়ে) দেওয়া হয়েছে।
আজ সোমবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা রাজধানীর কামরাঙ্গীচর,সাভারের ইটখোলা ও আশুলিয়ার জিরাবো এলাকা থেকে পাখিগুলোকে উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (পরিদর্শক) অসীম কুমার মল্লিক আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একাধিক টিমের সদস্যরা রাজধানীর কামরাঙ্গীচর, ঢাকা জেলার সাভারের ইটখোলা ও আশুলিয়ার জিরাবো এলাকায় গোপনে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬৫১টি বণ্যপ্রাণীকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ২১০টি মুনিয়া, ৪২০টি তোতা ও ২১টি ঘুঘু রয়েছে। অভিযানে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (পরিদর্শক) অসীম কুমার মল্লিক সহ ইউনিটের অন্যান্য কর্মকর্তারা সাথে ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here