Daily Gazipur Online

রাজধানীর আদাবরে ২,৩৫০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর আদাবর থানাধীন রিংরোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১১/১১/২০২১ইং তারিখ ২২.৩০ ঘটিকায় র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর আদাবর থানাধীন রিংরোড এলাকায় একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহান ইসলাম (২১), পিতা- মৃত রফিকুল ইসলাম, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে ইয়াবার সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে অস্বীকার করে। পরবর্তীতে তার নিকট হতে ২,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামী আরও জানান, সে সীমান্তবর্তী জেলা কক্সবাজার হইতে নিষিদ্ধ মাদক (ইয়াবা) ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল।