ডেইলি গাজীপুর প্রতিবেদক: র্যাবের অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে দুই বন্ধু নওশাদ হোসেন নয়ন (১৯) ও ফাগুন আহমেদ নয়ন (২০) এর অপহরণকারী ও মুক্তিপন আদায়কারী চক্রের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গত ২০ জুন ২০১৯ উত্তরা পশ্চিম থানাধীন, রোড নং-৪/এ, সেক্টর নং-০৫, বাসা নং-২৩/এ নির্মানাধীন ৮তলা বিল্ডিং এর সামনে হতে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্যরা নওশাদ হোসেন নয়ন (১৯) পিতা- মোঃ রবিউল আউয়াল (৪২), পিতা- মৃত আব্দুল গনি মিয়া, মাতা-মৃত জমিলা খাতুন, বাড়ি নং-৫৫, আলাউদ্দিন সরকার রোড, দত্তপাড়া, রসুলবাগ, পুর্ব নীলাচল, থানা- টঙ্গীপূর্ব, জিএমপি, গাজীপুর ও তার বন্ধু ফাগুন আহমেদ নয়ন (২০), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- ফিরোজা বেগম, বাড়ি নং-১৫, আলাউদ্দিন সরকার রোড, দত্তপাড়া, রসুলবাগ, পুর্ব নীলাচল, থানা- টঙ্গীপূর্ব, জিএমপি, গাজীপুরদ্বয়কে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারী দলের সদস্যরা ভিকটিম নওশাদ হোসেন নয়ন এর পিতার ব্যক্তিগত মোবাইল ফোনে তার ছেলে ও ছেলের বন্ধুর মুক্তিপণ বাবদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দাবি করে। মুক্তিপনের টাকা না দিলে তারা তার ছেলেকে এবং তার বন্ধুকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এসময় তারা ভিকটিম ও তার বন্ধুকে লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করে মোবাইলে আঘাতের শব্দ তার পিতাকে শুনায়। এমতাবস্থায় ভিকটিমের পিতা অপহরনকারীদের কথামত তাদের দেওয়া বিকাশ নাম্বারে ১০,০০০/- টাকা পাঠায়। পরবর্তীতে আনুমানিক বিকাল ১৮০০ ঘটিকার সময় অপহরণকারীরা ভিকটিম ও তার বন্ধুকে ছেড়ে দেয়। ভিকটিমের পিতা ও ভিকটিম উক্ত বিষয়টি র্যাব-১, উত্তরা, ঢাকায় এসে অবগত করলে অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১ এর একটি অভিযানিক দল ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ২২ জুন র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন, রোড নং-৪/এ, সেক্টর নং-০৫, বাসা নং-২৩/এ নির্মানাধীন ৮তলা বিল্ডিং এর নীচ তলা হতে অপহরনকারী চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ মাসুদ রানা (২৪), পিতা- আব্দুল কুদ্দুস, মাতা- ফাতেমা বেগম, সাং- পানিশারা, পাটোয়ারী বাড়ী, পোষ্ট- কাশিমপুর, ০৯নং গন্দেপপুর ইউনিয়ন, ওয়ার্ড নং-০৯, থানা- হাজিগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমান ঠিকানা- বাসা নং-১০০, এর ৬ষ্ঠ তলা বিল্ডিং এর ভাড়াটিয়া, রোড নং-১৭, সেক্টর-১১, থানা- উত্তরা পশ্চিম, ডিএমপি ঢাকা, ২) মোঃ শুভ (২৪), পিতা- মোঃ বাবলু মিয়া, মাতা- আমেনা বেগম, সাং- দত্তপাড়া, মিয়া বাড়ী, পোষ্ট- আলিয়া মাদ্রাসা, ইউনিয়ন-০৮ নং দত্তপাড়া, ওয়ার্ড নং-০৭, থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর, বর্তমান ঠিকানা- বাসা নং-১০০, এর ৬ষ্ঠ তলা বিল্ডিং এর ভাড়াটিয়া, রোড নং-১৭, সেক্টর-১১, থানা- উত্তরা পশ্চিম, ডিএমপি ঢাকা, (৩) মোঃ দুলাল শেখ (৬৫), পিতা- মৃত আলী আহম্মদ শেখ, মাতা- মৃত নুর বানু, সাং- রাইশ্রী, শেখের বাড়ী, পোষ্ট- উনকিলা, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর, বর্তমান ঠিকানা- বাসা নং-২৩/এ, রোড নং-৪/এ নওয়াব আলী মাস্টার এর বাড়ির ভাড়াটিয়া, সেক্টর-০৫, থানা- উত্তরা পশ্চিম, ডিএমপি ঢাকা, ৪) মোঃ হোসেন বেপারী (২২), পিতা- ইউনুস বেপারী, মাতা- হাসনা হেনা বেগম, সাং- দক্ষিন তিস্তাকাটি, বেপারী বাড়ী, থানা- ঝালকাঠি সদর, জেলা- ঝালকাঠি, বর্তমান ঠিকানা- বাসা নং-১০১, ব্লক/বি, বাউনিয়া, বাদালদি রোড, রানা সরকার বাড়ীর ভাড়াটিয়া, থানা- তুরাগ, ডিএমপি ঢাকা, ৫) মোঃ মমিন উলাহ আল মুন্না (১৯), পিতা- আব্দুলাহ আল নোমান, মাতা- মমতাজ নোমান, সাং-সিরামপুর, ইউপি- ০৮নং দত্তপাড়া, ওয়ার্ড নং-০৩, থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর, বর্তমান ঠিকানা- বাসা নং-৩২/এ, রোড নং-০৪/এ, মোঃ হানিফ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, সেক্টর-০৫, থানা- উত্তরা পশ্চিম, ডিএমপি ঢাকা এবং ৬) মোঃ জাকির আহম্মেদ ওরফে জাকির (২৩), পিতা- মোঃ গোলাপ মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং- মধ্যপাড়া, মিয়া বাড়ী, পোষ্ট-পুলের ঘাট, থানা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা- টেক কাথরা (সালনা), বাসা নং-২০৫, ওয়ার্ড নং-২০, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর’দেরকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানা যায়, অপহৃত ভিকটিমদ্বয় হাঁটতে হাঁটতে উত্তরা পশ্চিম থানাধীন, রোড নং-৪/এ, সেক্টর নং-০৫, বাসা নং-২৩/এ নির্মানাধীন ৮তলা বিল্ডিং এর সামনে পৌঁছালে অপহরণকারীরা তাদের গতিরোধ করে জোরপূর্বক উক্ত নির্মানাধীন ৮তলা বিল্ডিং এর ২য় তলায় নিয়ে আটকে রাখে এবং মুক্তিপন বাবদ নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দাবি করে। মুক্তিপনের টাকা না দিলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। টাকা আদায়ের কৌশল হিসেবে তার আÍীয় স্বজনদের ভয় দেখানোর জন্য লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করে আমাকে মোবাইলে আঘাতের শব্দ শুনায়। ভিকটিমের পিতা ১০,০০০/-টাকার বেশী প্রদানকরতে ব্যর্থ হওয়ায় তারা তাদের বিকাল আনুমানিক ১৮০০ ঘটিকার সময় ছেড়ে দেয়।
গ্রেফতারকৃত অসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তারা একই পন্থায় বিভিন্ন সময় তাহাদের সহযোগী পলাতক আসামী মোঃ রোমান (২২), মোঃ বেলাল @ অকু বেলাল (২২) এর সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ সাধারন মানুষকে অপহরণ করতঃ জোরপূর্বক আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করে মুক্তিপন বাবদ নগদ অর্থ আদায় করে আসছে।