Daily Gazipur Online

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাক ও ট্রেনের সংঘর্ষ :নিহত-১

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর কারওয়ান বাজার ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের ইঞ্জিনের সাথে সংঘেের্ষ এক অঞ্জাততনামা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রেলের ইঞ্জিনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত নিহতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। সিগন্যাল অমান্য করে একটি ট্রাক রেল লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আজ রোববার (১ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে রাজধানীর কারওয়ান বাজার ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে এদুর্ঘটনা ঘটে।
ঢাকা কমলাপুর রেলওয়য়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হোসেন আজ রোববার দুপুর ১২টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, আজ রোববার ভোর সাড়ে তিনটার দিকে কাওরান বাজার ফ্লাইওভারের নিচে একটি ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে যায়। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি ট্রেনের ইঞ্জিন ওই স্থানে ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং ধাক্কা দেয়। এসময় ওই ট্রাকের ভেতরে থাকা এক অঞ্জাতনামা (৩৫) এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। এসময় ট্রাকের চালক ও অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ঢাকা কমলাপুর থানা পুলিশ দ্রæত ঘঁনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্বার করে থানায় নিয়ে যায়। আজ রোববার দুপুর ১২টার পর ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি রকিবুল হোসেন আরও বলেন, পরে জিআরপি থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এঘটনায় জিআরপি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।