Daily Gazipur Online

রাজধানীর খিলক্ষেত থেকে শিশু নারী সহ ২৩ রোহিঙ্গা নারী পুরুষ আটক

এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর খিলক্ষেত থেকে শিশুসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ওই বাসার মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের সবাইকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়। তাৎক্ষনিক ভাবে আটককৃত রোহিঙ্গাদের নাম জানা যায়নি।
আজ শুক্রবার ভোররাতে ডিএমপি’র ডিবি পুলিশের একটি টিম খিলক্ষেত থানার মধ্যপাড়ার একটি বাসায় গোপনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আজ শুক্রবার দুপুরে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুক্রবার ভোররাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম খিলক্ষেত থানার মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুসহ ২৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে। এ ঘটনায় ওই বাসার মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তীতে ২৩জন রোহিঙ্গা নারী-পুরুষকে ঢাকা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
এবিষয়ে বিস্তারিত জানতে হলে ডিবি কার্যালয়ের সাথে যোগাযোগ করতে বলেন ওসি মুস্তাফিজুর রহমান। ডিএমপি’র খিলক্ষেত থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।