Daily Gazipur Online

রাজধানীর গুলশানে তিনটি স্পা সেন্টার থেকে ১৯ তরুন-তরুনী আটক

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে তিনটি স্পা সেন্টার,হেলথ ক্লাব ও স্পা সেলুনে ঝটিকা অভিযান চালিয়ে মোট ১৯জন তরুন-তরুনীকে আটক করেছে গুলশান থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ১৬জন তরুনী ও ৩ জন তরুন রয়েছে।
রোববার রাত ৯টার দিকে রাজধানীর গুলশান-১ নম্বরের নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপি গুলশানের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী আজ রোববার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা এসব স্পা সেন্টার গুলো অসামাজিক কার্যকলাপ হয় এমন অভিযোগের ভিত্তিতে আজ রাতে নাভানা টাওয়ারে তিনটি ফ্লোরে একসাথে অভিযান চালানো হয়। এসময় ১৬ জন তরুনী ও ৩ জন তরুনসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুর আহাদ এ তথ্য নিশ্চিত করে জানান, এসব ব্যবসায়ের সাথে কারা কারা জড়িত। এখানকার মালিকপক্ষ কারা, কারা এটি পরিচালনা করতো। সার্বিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
আব্দুর আহাদ জানান, আটককৃতদেরকে থানায় পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে । আমরা এসব তথ্য যাচাই-বাছাই করছি। এ বিষয়ে দ্রুত মামলা করা হবে।