রাজধানীর তুরাগে আফটার স্কুল মাকতাব শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

0
63
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর তুরাগে স্কুলগামী শিক্ষার্থী ও বয়স্ক পুরুষদের জন্য ‘আফটার স্কুল মাকতাব’ শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশার নামাজের পর তুরাগ থানা এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডের রানাভোলা ইসলামাবাদ জামে মসজিদে এক দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাভোলা ইসলামাবাদ জামে মসজিদের সভাপতি আরিফ ইমাম পিন্টু, সাধারণ সম্পাদক চাঁনমিয়া বেপারী, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ এলাকার বিভিন্ন মসজিদের ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।অনুষ্ঠানে মসজিদের সাধারণ সম্পাদক চাঁনমিয়া বেপারী বলেন,এই মসজিদে যারা নিয়মিত নামাজ আদায় করেন, তারা যেন নামাজের পাশাপাশি ইসলামি জ্ঞান ও আরবি শিক্ষা অর্জন করতে পারেন—এই লক্ষ্যেই আমরা সম্পূর্ণ বিনামূল্যে ‘আফটার স্কুল মাকতাব’ চালু করেছি। এতে স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাঠ শেষে দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, এটি অত্যন্ত মহৎ উদ্যোগ। ধর্মীয় শিক্ষা বিস্তারে এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনে আমি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন—আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। তিনি আরও বলেন আমরা আগে কখনো আমাদের নেত্রীর জন্য এভাবে মসজিদে দোয়া চাইতে পারি নাই এখন আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছে তাই আপনার অবশ্যই আমার নেত্রীর জন্য দোয়া করবেন। অনুষ্ঠান শেষে ছাত্রদের মাঝে সবক প্রদান করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here