Daily Gazipur Online

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৩ করা হয়েছে।
তিনি আরও বলেন, এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।