Daily Gazipur Online

রাজধানীর বনশ্রী থেকে অজগর সহ ৫টি সাপ ও টিয়া পাখিসহ ১৫ প্রাণী উদ্ধার

এস,এম,মনির হোসেন জীবন : অবৈধভাবে অজগর সাপ দিয়ে খেলা দেখানোর সময় রাজধানীর দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া হাঁট থেকে বিপন্ন ১টি অজগরসহ ৫টি সাপ, ১টি বেজী ও টিয়াপাখিসহ মোট ১৫টি প্রাণী উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া হাঁটে গোপনে অভিযান চালিয়ে এসব বণ্যপ্রাণী উদ্বার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা আজ জানান, অবৈধভাবে অজগর সাপ দিয়ে খেলা দেখানোর সময় বুধবার দুপুরে বন বিভাগের কর্মকর্তারা দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া হাঁটে গোপনে অভিযান চালিয়ে মোট ১৫টি প্রাণী উদ্ধার করেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের উপ-পরিদর্শক অসীম মল্লিক এই অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, এই ১৫টি প্রাণীকে উদ্ধার করেছে বন বিভাগ। অজগর ছাড়াও ২টি পদ্মগোখরা, ১টি দারাস, ১টি কালনাগিনী সাপ, ১টি বেজী এবং ৯টি টিয়াপাখি উদ্ধার করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।