Daily Gazipur Online

রাজধানীর বনশ্রী থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর দক্ষিণ বনশ্রী ইর্ষ্টান হাউজিং প্রজেক্ট, দেশী ফার্মা লিঃ এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সবুজ মিয়া, এটিএম মাসুম, মোঃ আলাউদ্দিন, মোঃ নাজমুল হাসান ও মোঃ এনায়েত শেখ।
এদিকে, আজ উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবাসহ ব্লক-কে, মেইন দক্ষিণ বনশ্রী ইর্ষ্টান হাউজিং প্রজেক্ট, দেশী ফার্মা লিঃ এর সামনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের সদস্যরা।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটজন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পাঁচজনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশী করে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।এ সংক্রান্তে ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া এঘটনায় পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে আজ ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে এতথ্য জানানো হয়েছে।