রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

0
70
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কারিতাস উদ্যম প্রকল্প মোহাম্মদপুর অফিসের উদ্যগে আজ বৃহস্পতিবার ১ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাধ্য বিষয় “ অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি”। এই সোলগানকে সামনে রেখে কারিতাস উদ্যম প্রকল্পের মোহাম্মদপুর কর্মএলাকায় ৫টি স্কুলে শিক্ষক-শিক্ষিকা – ছাত্র/ছাত্রী ও অভিভাবক বৃন্দু দের নিয়ে এবং ৩টি ক্লাস্টার ফোরামে সামাজিক দলের সদস্যদের নিয়ে সতেজ ফ্রুত ভাবে দিবসটি উদযাপন করা হয়। প্রকল্পের মোহাম্মাদ পুর অফিসের উন্নয়ন মিত্র, ক্লাস্টার লিডার এবং উপদেষ্টা কমিটির সম্বনয়ে মোহাম্মদপুর তিন রাস্তায় একটি র‌্যালী এবং প্রকল্পের অফিসে আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় মো: ফয়েজ আহম্মেদ তার বক্তাব্যে বলেন এইচ/আইভি এইডস একটি মরন ব্যাধি। এটি একটি ভাইরাস জনিত রোগ। যদি গন সচেতনতা সৃষ্টি করা যায়, তা হলে এ রোগ থেকে মুক্ত থাকা যাবে। মোহাম্মদপুর অফিসের মাঠকর্মকর্তা তার বক্তব্যে বলেন, আজ বিশ্ব এইডস দিবস ২০২২খ্রি: উদযাপন করা হচ্ছে। যারা এইচ আই ভি/এইডস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাদের স্বরণে ১৯৮৮ সালে ১ ডিসেম্বর এই দিবসটি পালনের ঘোষনা করা হয়। বিশ্বের অন্যান্য দেশেরমত বাংলাদেশ দিবসটি পালন করছেন। দেশের সব জেলায় এইচআইভি/এইডস পরীক্ষার সুযোগ নেই। ফলে এইচআইভি সংক্রমিত সব ব্যক্তিকে শনাক্ত করা যাচ্ছে না। সংক্রমিত হয়েও অনেকে চিকিৎসা নিচ্ছে না। এতে এইচআইভি/এইডসের ঝুঁকি আরও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সুত্রে জানা গেছে, এইডসের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে আছে শিরায় মাদক গ্রহন কারী পুরুষ, নারী যৌণকর্মী, হিজড়া, সমকামী পুরুষ। এইচ আই ভি/এইডস একটি মরন ব্যাধি রোগ। এটি একটি ভাইরাস জনিত রোগ। যা আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই মহামারী রোগ থেকে প্রতিকারের উপায় এক মাত্র গন সচেতনতা। এইচ আই ভি/এইডস কি ভাবে ছড়ায় এবং এর লক্ষন ও প্রতিকারের উপায় সমূহ তুলে ধরা হয়। এবং আক্রান্ত ব্যক্তির সাথে যেন বৈসাম্য না করা হয় সে বিষয়ে কথা বলেন। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন রিকোভারী ফোরামের সদস্য মো: দেলয়ার হোসেন, মো: জহিরুল ইসলাম সমাজ সেবক। ঢাকা উদ্যান ল্যাবটারী স্কুলের প্রধান শিক্ষক মো: আল আমিন, হামিম স্কুলের পরিচালক মো: আলাউদ্দিন সহ বিভিন্ন এনজিও, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দু ও কারিতাস উদ্যম প্রকল্পের ইউনিট অফিসার মি: রিসার্ড ডি সিলভা, মোস্তাক আহম্মদ ও সমাজের অন্যান্য ব্যাক্তি বর্গ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here