রায়পুরার নিলক্ষ্যায় পুলিশের ওপর হামলা: টেঁটাবিদ্ধসহ ৪ পুলিশ আহত

0
230
728×90 Banner

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরার নিলক্ষ্যা ইউনিয়নে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ধরতে গেলে পুলিশের উপর টেটা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই জন টেটাবিদ্ধ সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঈদের আগের দিন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার চরাঞ্চল নিলক্ষ্যা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
টেটাবিদ্ধ আহত পুলিশ সদস্যরা হলেন রায়পুরা থানার উপ-পরিদর্শক নাসির (৪৫), নায়েব বাবুল আলী (২৯) এবং আহত কনস্টেবল শফিফুল ইসলাম (৪০) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ জানান, আহত পুলিশ সদস্যদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ধরতে নিয়মিত দায়িত্ব হিসেবে নিলক্ষ্যা এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় গ্রেফতার এড়াতে স্থানীয় কিছু উশৃঙ্খল মানুষ দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৪ জন সদস্য আহত হয়েছেন। হামলায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here