রায়পুরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বহিষ্কার

0
326
728×90 Banner

হলধর দাস, নরসিংদী থেকে: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেককে সাধারণ সম্পাদক পথ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৮-৩-২০২০) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিস্কার আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে রায়পুরা উপজেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পান মিজানুর রহমান চৌধুরী। দলের এই সিদ্ধান্তকে অমান্য করে রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেককে পাল্টা প্রার্থী বানিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে তাকে নিয়ে মাঠে নামে। তখন এই ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশ পেলেও তাৎক্ষণিকভাবে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রতিপক্ষের অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাদেক দলীয় পরিচয় ব্যবহার করে সিল মারামারির নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দলীয় সংসদ সদস্য প্রকাশ্যে আব্দুস সাদেকের নির্বাচন করায় আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। এ ব্যাপারে প্রতিপক্ষের দায়ের কৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে দীর্ঘদিন পর গত সোমবার আব্দুস সাদেককে বহিষ্কার করা হয়। সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করার পর দলের সাধারণ সদস্যপদ থাকবে কিনা এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। দলীয় পদ থেকে বহিষ্কারের পর উপজেলা চেয়ারম্যান পদ নিয়েও দলের ভিতর প্রশ্ন উঠেছে। দলের একটি সূত্র জানিয়েছে দলীয় পদ থেকে বহিস্কার করার পর উপজেলা চেয়ারম্যান পদ থাকার কথা নয়। তবে এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here