রুদ্র অয়ন এর কবিতা

0
226
728×90 Banner

এসো দেশটা গড়ি

তামাশা দেখে দেখে জীবন
কাটছে তো অদ্যাবধি,
তামাশা দেখা জাতি আমরা
বড়ই যে তোষামোদি!

খুন ধর্ষণ দেখেও তো
চুপটি করেই থাকি,
চুরি দুর্নীতি দেখেও যে
মুখ লুকিয়েই রাখি!

চোখের সামনে জনতার
কাড়ছে মুখের গ্রাস,
ভরে গেছে সোনার বাংলায়
ধর্ষন – সন্ত্রাস!

চোর ডাকাতেরা প্রশাসনে
এবং ক্ষমতায়,
গরীব জনতার প্রাণটা
ওষ্ঠাগত যে প্রায়!

দুর্নীতিবাজেরা রয়েছে
প্রায় সবখানে সুখে,
গরীবেরা তো খাচ্ছে মার
দিন কাটে বড় দুখে!

সাগর, রুনি, তনু, নুসরত,
রিফাত, বিশ্বজিত;
তানিয়া,রিয়াদ,খাদিজা ও
অসংখ্য বায়েজিদ।

নির্মম ভাবে কত শত
মরছে যে রোজ রোজ,
ধামাচাপা পড়ছে সবই
কে রাখে কার খোঁজ!

ক্ষমতাশালীরা নেয় কেড়ে
আমাদের অধিকার,
অসহায়ের বুকের মাঝে
শুধুই যে হাহাকার!

৫৭’র পলাশীতে বাঙালি
হয়েছিলো দর্শক,
‘৭৫এ বেইমানেরা হলো
জাতি পিতার ঘাতক?

আর কত দর্শক হয়ে
চুপ করে রবে ভাই?
ন্যায় প্রতিষ্ঠা ছাড়া আর
কোনও উপায় নাই।

থাকতে সময় রুখে দাঁড়াও
যত সব অনাচার,
এসো সকলে দেশটা গড়ি
ঘুচে যাক হাহাকার।

– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here