ডেইলি গাজীপুর প্রতিবেদক: র্যাব-১, গাজীপুর ক্যাম্প কর্তৃক জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে। আজ ২৬ জুন র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি যথা উপজেলা চেয়ারম্যান (গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ), উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়রগণ, গাজীপুর সিটি কর্পোরেশনের ২১,২২ ও ২৩ নং ওয়ার্ড এর কমিশনারগণ, গাজীপুর জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় র্যাব-১ এর অধিনায়ক মহোদয় লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম, বিপিএম, পিএসসি, এসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং র্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, গাজীপুর এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন সভা সঞ্চালন করেন। সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরা র্যাবের চলমান জঙ্গী, সন্ত্রাসী, ধর্ষণকারী এবং মাদক বিরোধী অভিযান এর ভ‚য়াসী প্রশংসা করেন। সভায় প্রধান অতিথি এবং জনপ্রতিনিধিদের মধ্যে মতবিনিময়ে তারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন; গাজীপুর জেলাকে সকল প্রকার মাদক, সন্ত্রাসী ও জঙ্গী কর্মকান্ডসহ যে কোন নাশকতামূলক কার্যক্রমের হাত থেকে রক্ষার্থে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর কর্তৃক প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত টহলের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক র্যাব সদস্য সার্বক্ষনিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। আসন্ন ঈদ-উল-আযাহকে সামনে রেখে জন-নিরাপত্তার স্বার্থে র্যাব-১ হইতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে; যাহাতে কোন দুষ্কৃতিকারী গাজীপুর জেলায় কোন ধরনের মাদক, জঙ্গী সন্ত্রাসী ও নাশকতাসহ যে-কোন ধরণের চুরি, ছিনতাই এবং ডাকাতি কার্যক্রম সংঘটিত করতে না পারে। উক্ত মতবিনিময় সভা শেষে বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে অধিনায়ক র্যাব-১, উত্তরা, ঢাকা এবং র্যাব-১, গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডারসহ সভায় উপস্থিত উপজেলা চেয়ারম্যান (গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ), উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়রগণ, গাজীপুর সিটি কর্পোরেশনের ২১,২২ ও ২৩ নং ওয়ার্ড এর কমিশনারগণ র্যাব-১ গাজীপুর ক্যাম্পে প্রত্যেকে একটি করে গাছের চারা রোপন করেন।