
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে গতকাল ৩ এপ্রিল ২০২১ শনিবার সকাল ১০ টায় জোটের অস্থায়ী কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) এর আহ্বায়ক আবুল কালাম আজাদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, পিডিবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান।
সভায় নেতৃবৃন্দ আলোচনা করেন, সরকার ঘোষণা করেছে লকডাউন, কিন্তু কার্যকলাপে মনে হচ্ছে সাধারণ ছুটি। আসলে লকডাউন নাকি সাধারণ ছুটি তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। পূর্বেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে অস্থিতিশীলতা ছিল, লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে তা আরো প্রকট আকার ধারণ করেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র ও হতদরিদ্র মানুষ।
সভায় আরো আলোচনা হয়, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার কারণে অতীতে আমরা স্বাস্থ্যমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলাম। আদৌ স্বাস্থ্যমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আছে। যদি এ ধরণের অব্যবস্থাপনা চলতেই থাকে তাহলে গণতান্ত্রিক বাম ঐক্য জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।






