
ডেইলি গাজীপুর প্রতিবেদক : লক্ষ্মীপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতায় জেলা পুলিশ, সামাজিক সংগঠন ও স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এদিকে জেলার কর্মহীন মানুষের জন্য সরকারিভাবে ১০০ মেট্রিক টন চাল ও ৬০ লাখ টাকা জরুরি বরাদ্দ এসেছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
এছাড়া সদর হাসপাতালে ৫০ শয্যা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২০ শয্যাসহ ১৫০ শয্যার আইসোলেশন কর্নার খোলা হয়েছে। প্রস্তুত রয়েছেন চিকিৎসকরা
সদর সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকের জন্য ১০০ পিস ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) প্রদান করেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের এমপি একে এম শাহজাহান কামাল। করোনাভাইরাস মোকাবেলায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার এ.এইচ.এম কামরুজ্জামান ও লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলার ইউএনওরা করোনাভাইরাস থেকে সুরক্ষা ও সচেতনায় কাজ করছেন। সাথে যুক্ত হয়েছে সেনাবাহিনীও।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের মেয়ে কাজী ওয়াফা ইসলামের পক্ষ থেকে রায়পুর উপজেলার বিভিন্নস্থানে হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, রামগঞ্জ উপজেলার নুরপ্লাজা চত্বর, খাদ্যগুদাম চত্বর, সোনাপুরমোরগ বাজার, মাছ বাজার এলাকার শতাধিক অসহায় ছিন্নমূল ও খেটে খাওয়া
মানুষদের চাল-ডাল, তেল-নুনসহ একটি পরিবারের এক সপ্তাহের নিত্যপণ বিতরণ করা হয়েছে।
এছাড়া পাশাপাশি স্বাস্থ্য বিভাগের লোকজনসহ প্রোটেক্টেড ফর কোভিড-১৯ গ্রুপ তৈরি করে সবার সহায়তায় কাজ করছে লক্ষ্মীপুরের নাজিম, সুমাইয়া, মাহমুদ, আরিফ, হিমেল, মামুন, নাজিম উদ্দিন মাহমুদ, আশরাফুল হিমেল, মো. মামুনসহ এমন অর্ধশত ছাত্রছাত্রী। তারা টিফিনের টাকা থেকে একটি করে সাবান, ১০০ কেজি চাল, ৬০ কেজি ডাল, ৬০ কেজি আলু ৬৮ জন মানুষের মাঝে বিতরণ করেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিনের কাছে এক লাখ টাকা অনুদান দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ঢাকার শিল্পপতি ডা. আশ্রাফ আলী চৌধুরী সারু।
বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন সভাপতি, লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী খোকন জানান, রায়পুরে ছিন্নমূলমানুষসহ অসহায়-দুস্থ মানুষের বাড়ী বাড়ী লোক পাঠিয়ে তার ব্যক্তিগত অর্থায়নে এ পর্যন্ত ১৫ শত পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ২ কেজি আলু, পিয়াজ ২ কেজি, সয়াবিন তেল ১ কেজি, সাবান ১ পিসসহ সুরক্ষার জন্য ৪ হাজার মাস্ক, ৫ শতাধিক হ্যান্ডওয়াশ পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে রায়পুরের ১টি পৌরসভাসহ ১০ টি ইউনিয়নসহ লক্ষ্মীপুর-২ আসনের সর্বত্র দেওয়া হবে ত্রাণ সামগ্রী।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, জনসমাগম এড়াতে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করণে কাজ করছেন তারা। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে প্রয়োজনবোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে জনসচতেনতা লিফলেট বিতরণ, মাইকিং, জীবাণুনাশক স্প্রে ছিটানো সহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী টিম। একইসঙ্গে হতদরিদ্র, দিনমজুরদের খাদ্য সহায়তা দিয়েছে জেলা-উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
