লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

0
28
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেখা করেছেন।
গত রোববার (১৩ এপ্রিল) খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এ সাক্ষাৎ হয়।
এসময় তারেক রহমান ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের উপস্থিত ছিলেন।
দেশে ফেরার পর একটি গণমাধ্যমে সাক্ষাতের বিষয়টি জানান ডা. শফিকুর রহমান।
তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে তার দেখা হয়েছে, কথা হয়েছে। তার জন্য দোয়া করেছেন। পাশাপাশি তার কাছেও দোয়া চেয়েছেন জামায়াত আমির।
সূত্রে জানা গেছে, শফিকুর রহমান গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। এরপর দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে লন্ডনে যান তিনি। সেখান থেকে গত সোমবার দেশে ফেরেন জামায়াতের আমির।
এদিকে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে খালেদা জিয়ার সঙ্গে ডা. শফিকুর রহমানের সাক্ষাতের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
পোস্টে তিনি লিখেন, ‘ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। জিয়া দম্পতির বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এ সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। খালেদা জিয়া এখন তার পুত্রের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। ’
তিনি আরও লিখেন, ‘বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষনেতার সাক্ষাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুই ডাক্তারের (শফিকুর রহমান ও আবদুল্লাহ মোহাম্মদ তাহের) এ সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে। ’
পোস্টে মারুফ কামাল উল্লেখ করেন, ‘বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাৎকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি। ’
লন্ডনে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেখানে থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here