Daily Gazipur Online

লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সালাহ উদ্দিন, লালপুর ( নাটোর): লালপুরের ধুপইল চকপাড়া গ্রামে ডোবার পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সজল লালপুর উপজেলার ধুপইল চকপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
লালপুরের ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান জানান, সকালে সজল বাড়ির পাশে খেলা করার সময় টিউবয়েল সংলগ্ন একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ওই ডোবা থেকে সজলের মরদেহ উদ্ধার করে।