Daily Gazipur Online

লালপুরে বখাটে স্টাইলে চুলকাটা বন্ধে নাপিতদের সঙ্গে পুলিশের মতবিনিময়

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে উপজেলার ওয়ালিয়ায় সুন্দর সমাজ গঠনের লক্ষে বকাটে স্টাইলে চুলকাটা বন্ধে নাপিতদের সঙ্গে মতবিনিমিয় করেছেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মমিনুল হক।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বকাটে স্টাইলে চুল না কাটা ও সেলুনে চুল কাটার স্টাইলিশ ফেস্টুন সরাতে নির্দেশ দেন ওয়ালিয়া পুুলিশ ফাঁড়ির ইনর্চাজ মমিনুল হক । এসময় ওয়ালিয়া বাজারের সকল নাপিত উপস্থিত ছিলেন।