লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভাসহ ১০টি ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে একই স্থানে মিলিত হয় । সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত দিয়ে শুরু করে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত নববর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজুল কবির, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
বিলমাড়ীয়া মডেল একাডেমীর উদ্যোগে আনান্দ শোভাযাত্রা, পান্তা ভাত খাওয়া , সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন।
লালপুরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
