Daily Gazipur Online

লালপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু

লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল হান্নান উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও বিলমাড়িয়া গ্রামের মৃত: আজা প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে যানা যায়, গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আশ্রয়ন প্রকল্পের পাশে পুকুরে মাছ ধরতে যায়, স্থানীয়রা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু রাতভর তার খোঁজ মেলেনি কোথাও।
শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয়রা জাল টেনে ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
বিলমাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আহাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম কে ফোন রিসিভ করেননি।