Daily Gazipur Online

লালপুরে শেখ রাসেল দিবস পালিত

সালাহ উদ্দিন , লালপুর (নাটোর ) : ‘শেখ রাসেল: দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ‘শেখ রাসেল দিবস-২০২১’ পালিত হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা উম্মুল বানীন দ্যুতি। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা আনারুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকতা গোলাম রাব্বানী, রতন কুমার পাল, জহুরুল ইসলাম প্রমূখ।
উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থী মধ্যে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন লক্ষণবাড়িয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয়ের বৃষ্টি রাণী ও উপস্থিত বক্তিতায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাবা-উল ফরিদা প্রথম স্থান অর্জন করেছেন।