Daily Gazipur Online

লালপুরে ৫ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

সালাহ উদ্দিন,লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে ৫ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) লালপুর পাবলিক লাইব্রেরির আয়োজনে ও প্রাকীর্তি ফাউন্ডেশনের সহযোগিতায় লালপুর শ্রী সুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী কমিশনের (ভূমি) দেবাশীষ বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা মোঃ মোনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, মেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ,সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, প্রাকীর্তি ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রভাষক হাসিবুল ইসলাম ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, প্রভাষক পরিচালক আমজাদ , সদর ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক , বিলমড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুসহ উপজেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও সুশীল সমাজের সদস্যরা। মেলার প্রথম দিনে থাকছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি সাংস্কৃতিক সন্ধ্যা ও নাটক প্রদর্শনী। দ্বিতীয় দিনে থাকছে কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা। তৃতীয় দিনে থাকছে চিত্রাংকন আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা। চতুর্থ দিনে থাকছে বীর মুক্তিযোদ্ধা আদম আলী বৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা। শনিবার ২৫ নভেম্বর মেলার শেষ দিনে আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা, রাফেল ড্র অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিদিন বিকেলে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খেলা প্রদর্শিত হবে।