লোহাগড়ায় করোনা আক্রান্ত হয়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

0
113
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় করোনা আক্রান্ত হয়ে একজন এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আবুল কাশেম খান (৪৫) উপজেলার কোটাকোল ইউপি’র ভাটপাড়া গ্রামের নুরুল আলম খানের ছেলে। বঙ্গবন্ধু স্কোয়ার্ডেও প্রধান সমন্নয়ক মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কাশেম খান টাঙ্গাইলে একটি বেসরকারি সাহায্য সংস্থায় (এনজিও) একাউন্টটেন্ড হিসেবে কর্মরত ছিলেন। গেল সপ্তাহে তিনি অসুস্থ্য হয়ে বাড়িতে চলে আসেন। সোমবার তার শারিরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার করোনা পরীক্ষায় পজেটিভ সনাক্ত হয়। সনাক্ত হওয়ার কিছুক্ষণ পর সোমবার সকাল ১০টার দিকে আবুল কাশেম খানের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু স্কোয়ার্ড নড়াইলের তত্ত¡াবধানে ১০টায় ভাটপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here