Daily Gazipur Online

শত প্রাণের দাবি আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার

সাহানুর রহমান,রংপুর: সারা দেশের ন্যায় রংপুর মহানগরীতে আজ বুধবার সকাল ১০ টা থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন।এসময় বক্তারা বলেন,আবরারকে যারা হত্যা করেছে তারা অজানা কেউ না। তারা যাই হোক খুনি ছাড়া অন্য কিছু না। তাদের কঠোর শাস্তি দিতে হবে।এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বঙ্গবন্ধুর ম্যুরাল চত্ত¡র এলাকায় আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করে।মানববন্ধনে বক্তারা দেশের সব বিচার বহির্ভ‚ত হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অন্যদিকে আবরার হত্যার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি করতে দেয়নি পুলিশ। বেলা সোয়া ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিল করে রাস্তায় নামার চেষ্টা করলে নেতাকর্মীদের বাঁধা দেয় পুলিশ। পরে পুলিশি বেষ্টনীর মধ্য দাঁড়িয়ে শ্লোগান দেয় তারা।