Daily Gazipur Online

শনিবার বিকালে শাহজালালে আসছে ড্রিমলাইনার রাজহংস

এস,এম,মনির হোসেন জীবন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ যুক্তরাষ্ট্রের সিয়াটনের তৈরী ড্রিমলাইনার ‘রাজহংস’ কাল শনিবার বিকেলে দেশে আসছে। আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনার ‘রাজহংস’ শুভ উদ্বোধন করবেন।
শনিবার ৩টা ৪৫ মিনিটের সময় ড্রিমলাইনার ’রাজহংস’ উড়োজাহাজটি ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে এসে অবতরনের কথা রয়েছে। ইতি মধ্যে রাজহংসের চাবি বিমানকে বুঝিয়ে দিয়েছে বোয়িং কোম্পানী।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর বেলা ১২টায় বিমানের চতুর্থ ড্রিমলাইনার ’রাজহংস’ ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করছে। বাংলাদেশ সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ৪৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টি। দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, বিমানকে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার এবং বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম চাবি বুঝে নেন। এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ও ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোহেল চৌধুরী সহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার বৃহস্পতিবার উড়োজাহাজ ‘রাজহংস’ দেশে আসার কথা থাকলেও রাডারে ত্রুটি দেখা দেয়ায় তা সারাতে ৪৮ ঘণ্টা সময় নেয় নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। যুক্তরাষ্ট্রের সিয়াটলে এভারেটে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং রাজহংসকে উড্ডয়নের অনুমতি দিয়েছে। এর আগে আনুষ্ঠানিকভাবে বিমানকে রাজহংসের ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ জানান, সবকিছু ঠিক থাকলে কাল শনিবার দুপুর ৩টা ৪৫ মিনিটের সময় (নির্ধারিত সময়ে) ড্রিমলাইনার ’রাজহংস’ শাহজালালে এসে অবতরণ করবে।
তাহেরা খন্দকার জানান, আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনার ‘রাজহংস’ শুভ উদ্বোধন করবেন।