Daily Gazipur Online

শহীদ নূর হোসেনের প্রতি মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

এস,এম,মনির হোসেন জীবন : স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী-স্বেচ্ছাসেবক লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে গুলিস্থানে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নেতাকর্মীরা। এসময় দলের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ ঢাকা মহানগর দক্ষিণ ও তার অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে।
এই দিনে হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন যুবলীগ কর্মী নূর হোসেন। তার বুকে পিঠে লেখা ছিলো ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ এই জ্বলন্ত স্লোগান।