শান্তি শৃংখলা বজায় রাখতে সিসি ক্যামেরা প্রদান করলেন কৃষকলীগ নেতা

0
70
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ এলাকার সার্বক্ষণিক নিরাপত্তা ও শান্তি শৃংখলা বজায় রাখতে উত্তরা পশ্চিম থানা পুলিশকে একটি হাই ডেফিনেশন সিসি ক্যামেরা প্রদান করেছেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির । মঙ্গলবার ( ১৮ই অক্টোবর ) দুপুর ২টার দিকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ মহাসিন মিয়ার হাতে পঞ্চাশ হাজার টাকা দামের এই হাই ডেফিনেশন সিসি ক্যামেরাটি তুরাগ থানা কৃষক লীগের পক্ষ থেকে তুলে দেওয়া হয় । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর ( তদন্ত ) মোঃ ইয়াসিন গাজী, ইন্সপেক্টর ( অপারেশন ) পার্থ, ৫৪নং ওয়ার্ড কৃষক লীগের আহŸায়ক মোঃ কামরুল ইসলাম মিলন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ রনি প্রমুখ । এসময় কৃষক লীগ নেতা মোঃ নাসির উদ্দিন নাসির বলেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সবচেয়ে কার্যকরী একটি ডিভাইস হলো সিসি ক্যামেরা । যেটি এক সময় বেশ ব্যয়বহুল প্রক্রিয়া মনে করা হলেও বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রযাত্রায় এটি এখন সর্বস্তরের জনগণের কাছে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । ব্যাংক, অফিস-আদালত, দোকান, রাস্তাঘাট, কলকারখানা, এমনকি বাসা-বাড়িতেও এখন সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে । উত্তরা পশ্চিম থানার পুরো এরিয়াকে যদি সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল টহল নিশ্চিত করা যায়, তাহলে অপরাধ সংঘটিত করে কেউ পার পাবেনা বলেও মন্তব্য করেন তিনি ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here