Daily Gazipur Online

শাহজাদপুরে ট্রাকে মিললো ড্রাইভার হেলপারের লাশ

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীতে ট্রাকে পাওয়া গেল ড্রাইভার হেলপারের লাশ।
বুধবার দুপুরে বাঘাবাড়ী ব্রীজের দক্ষিণপাড়ে দাড়ানো একটি ট্রাক থেকে লাশের গন্ধ নির্গত হলে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল), ফাহমিদা হক শেলী, অফিসার্স ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ পিবিআই ইন্সপেক্টর কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেল সাড়ে ৪ টায় লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে যাওয়া হয়। নিহতদের কাছে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে জানা যায় নিহতরা হলেন, চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার দক্ষিণ রুপকানিয়া আলামিন পাড়ার মৃত শহিদ কালা মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৫০) ও নাটোর সদর উপজেলার দক্ষিণপাড়া মোঃ আবুল কালামের ছেলে ইলিয়াস (২০)। স্থানীয়রা জানান, ট্রাক নং-চট্ট-মেট্রো-উ-১১-০৮২১ নামের ট্রাকটি মঙ্গলবার থেকে ব্রীজের দক্ষিণপাড়ে তেল পাম্পের কাছে দাঁড়িয়েছিলো। বুধবার ট্রাক থেকে লাশের দুর্গন্ধ বের হওয়ায় থানা পুলিশে খবর দেওয়া হয়।
অফিসার্স ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি নিহতদের একজন ড্রাইভার ও অপরজন হেলপার। এ ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।