Daily Gazipur Online

শাহজালালে পায়ুপথে ইয়াবাসহ যাত্রী আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আঠারোশত পিস ইয়াবাসহ একযাত্রীকে আটক
করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ(সোমবার ১৫ এপ্রিল) বিকাল ৫ টার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল বহিরাঙ্গন থেকে উক্ত যাত্রীকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
ঘটনার বিবরণে জানা যায় ,আজ বেলা ৩ টা ৪৫ মিনিটে -এ মোঃ জুবায়ের (৩৬) নভোএয়ারের ফ্লাইট নম্বর ভিকিউ ৯৩৮ যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতেতাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয়।
পরবর্তিতে তার পায়ুপথ থেকে আঠারোশত পিস ইয়াবা পাওয়া যায়। উল্লেখিত ইয়াবার মূল্য পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা বলে জানা গেছে। মোঃ জুবায়ের কক্সবাজার জেলার টেকনাফ থানাধিন দক্ষিণ ঝালিয়া পাড়ার মোঃ রফিক ওরফে পুতুইন্যার পুত্র।
তার বিরুদ্ধে ইতোপুর্বে দায়েরকৃত কমপক্ষে ৪ টি মামলা আছে বলেও জানানো হয়। এব্যাপারে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।