Daily Gazipur Online

শাহজালালে ১ কেজি ওজনের ২৪ পিস সোনার বার উদ্ধার

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ (এক) কেজি ওজনের মোট ২৪ পিস সোনার বার উদ্বার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ১৭ কোটি টাকা বলে জানা গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়াললাইন্সের একটি বিমানে গোপনে তল্লাশী চালিয়ে সোনার এই চালানটি আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ রাতে সোনা উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে শাহজালাল বিমানবন্দরে সোনার একটি বড় চালান আদান প্রদান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালায়। পরে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-০৮৫) তল্লাশী কালে ওই বিমানের বিজনেস ক্লাসের ৪টি সিটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২টি দন্ড আকৃতির বস্তার সন্ধ্যায় খুঁজে পায়। পরে এগুলো বিমানবন্দরের ভেতরে ব্যাগেজ কাউন্টারের এসে সকল সংস্থার উপস্থিতিতে খুঁলে তার ভেতর থেকে ১ কেজি ওজনের মোট ২৪ পিস সোনার বার উদ্বার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৭ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, জব্দকৃত সোনা গুলো তাদের হেফাজতে আছে। এখনও পর্যন্ত এবিষয়ে কাউকে আটক করা হয়নি। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।