Daily Gazipur Online

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে অ্যাপ্রোন ও এয়ার সাইডে তরল পদার্থ নিষিদ্ধ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের তরল পদার্থ বহনে নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত ২৩ জুন থেকে এ নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এঘটনার পর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৮ নম্বর (হ্যাঙ্গার) গেটে গত ৩ দিন ধরে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে বৃদ্বি করা হয়েছে। চেকিংও ও তল্লাশী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচেছনা।
জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মীদের রানওয়ে ও অ্যাপ্রোন এলাকাসহ এয়ার সাইডে বাইরে থেকে আনা পানি, অ্যারোসল স্প্রেসহ সব ধরনের তরল পদার্থ বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক উইং কমান্ডার নূর এ আলম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের (ডিএফটি) আপত্তির কারণে গত ২৩ জুন থেকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ জানান, ১৮ জুন থেকে তিনদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা অডিট করে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি)। তিন দিনব্যাপী এ অডিট কার্যক্রমে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স, রানওয়ে, টার্মিনাল ভবনসহ সব স্থানের নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করা হয়। ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের তিন সদস্যের প্রতিনিধি দলের পর্যবেক্ষণে উঠে আসে, ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করা গাড়িতে পানি, কোমল পানীয়, অ্যারোসল স্প্রে থাকে। এসব তরল পদার্থ কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রানওয়ে ও অ্যাপ্রোন এলাকায় চলে যাচ্ছে। অ্যারোসল স্প্রে দাহ্য পদার্থ হওয়ায় বিমানবন্দরে ঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে,ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নিয়ম অনুযায়ী, বিমানবন্দরের এয়ার সাইডে তরল পদার্থ বহনে বিধিনিষেধ রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বোতলে পানি বা কোমল পানীয়ের বদলে তরল বিস্ফোরক, অ্যাসিড, দাহ্য তরল পদার্থ বহনের ঝুঁকি থাকায় আপত্তি ডিএফটির।
এদিকে, মঙ্গলবার সকালে শাহজালাল বিমানবন্দর ৮ নম্বর হ্যাঙ্গার গেটে সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার ভেতরে প্রবেশের সময় ব্যাপক তল্লাশী করছেন। তল্লাশী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচেছনা। সেখানে নিরাপত্তা আগের চেয়ে বৃুদ্বি করা হয়েছে।
হ্যাঙ্গার গেটে দায়িত্বরত এক কর্মকর্তারা আজ জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে ও অ্যাপ্রোন এলাকায় যেসব কর্মীরা কাজ করেন, তারা বিমানবন্দরের ৮ নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে ভেতরে প্রবেশ করেন।
তিনি জানান, একই সাথে তারা রানওয়ে ও অ্যাপ্রোন এলাকায় চলাচলকারী যানবহনগুলোও একই গেট দিয়ে প্রবেশ করে। যানবাহনের চালক ও প্রবেশকারীরা জুতা ও বেল্ট খুলে তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করে। তাদের সঙ্গে থাকা ব্যাগসহ অন্যান্য জিনিসপত্রও স্ক্যানার মেশিনে চেক করা হয়। তবে, ভেতরে প্রবেশকালে অনেকে বাইরে থেকে আনা পানি ও কোমল পানীয় নিয়ে ভেতরে প্রবেশ করে থাকে। গত ২৩ জুন থেকে এ নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।