Daily Gazipur Online

শাহরাস্তিতে ইউএনও হাবিব উল্লাহ মারুফকে বলশীদ স্কুলের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি প্রতিনিধি: শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ মহোদয়কে বদলি জনিত কারনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় তাঁকে ফুল দিয়ে বিদায়ী শ্রদ্ধা জানানোর পর একটি সম্মাননা স্মারক তুলে দেন প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ। পরে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান উল্লাহ চৌধুরীকে ফুল দিয়ে সম্মানিত করেন।
বিদায়ী বক্তব্যে হাবিব উল্লাহ মারুফ বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মুলত অভিভাবক হলো শিক্ষকরা। আপনারা জানেন, পরিবারের বাবা এবং মা যদি ভালো থাকে সন্তানরা অবশ্যই ভালো থাকবে। সে লক্ষ্যেই শিক্ষকরা যদি ভালো হয় তবেই আগামীর ভবিষ্যত প্রজন্ম ভালো এবং সুশিক্ষিত হবে। তিনি আরো বলেন, আমি কি দিয়েছি এবং কি দিতে পেরেছি সেটা বলবো না। শুধু বলতে চাই, আমি চেয়েছি শাহরাস্তির শিক্ষা ব্যবস্থাটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে।
তিনি বলেন, আমি একটু আবেগ প্রবন মানুষ। সহজেই সবার সাথে মিশে যাই। সে সূত্রে বলতে চাই, এ পৃথিবীতে যতো ভালো কাজ হয়েছে তার বেশিরভাগই আবেগী মানুষদেরকে দিয়েই হয়েছে। যারা বেশি চালাক বুদ্ধিমান তাদের দিয়ে কিন্তু বড় ধরনের কোন কাজ হয়নি।
এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, আমি দেখেছি আপনাদের মাঝে কিছু মনোমালিন্য ছিল। আমি চেষ্টা করেছি আপনাদের মধ্য থেকে মনোমালিন্যতা দূর করে একটা সু-সম্পর্ক তৈরি করে দিতে। ইনশাআল্লাহ আজ আপনাদের একে অপরের মাঝে “কাজের সম্পর্ক (working relations), ভালো সম্পর্ক (good relations) তৈরি হয়েছে। আমি চাই, এমন সুন্দর সম্পর্ক বজায় রেখে এ বিদ্যালয়টিকে আরো উচ্চতায় এগিয়ে নিবেন।
উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুন্নবী সিদ্দিকের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান উল্লাহ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন, ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমান বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম ভূঁইয়া, অত্র বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক মোসা. কামরুন্নাহান, বিজ্ঞান বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক হরি কমল দাস, অংক বিভাগের শিক্ষক মো. আলমগীর হোসেন, কৃষি শিক্ষা বিভাগের শিক্ষক বিল্লাল হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষক মো. জুলফিকার আলী, আইসিটি শিক্ষক তানিয়া সুলতানা, গ্রন্থাগারিক জহিরুল কাইয়ুম প্রমুখ।
বিদ্যালয়ের আরবি শিক্ষক মাঃ মো. সালাহ উদ্দিন আহমেদ-এর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।
প্রসঙ্গত, মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে গত ২০১৬ সালের ৩০ নভেম্বর যোগদান করেন। সম্প্রতি তাকে খাহড়াছড়ি জেলায় অতিরিক্ত জেলা প্রশাষক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়।