
দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি (চাঁদপুর) থেকে: যথাযোগ্য মর্যাদায় শাহরাস্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে বর্ণাঢ্য র্যালী ও উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, বঙ্গবন্ধু একটি দেশ, পতাকা ও মানচিত্রের নাম। তিনি দেশকে অত্যান্ত ভালোবেসেছেন। এখানে তোমরা যারা শিক্ষার্থী আছো- তোমাদের জানতে হবে বঙ্গবন্ধু সম্পর্কে। “বঙ্গবন্ধুর আত্মজীবনী” নামক একটি বই আছে, সেটা পড়লে তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কিছু জানতে পারবে। আমি চাই, বঙ্গবন্ধুর জীবনী জেনে সেই আদর্শে আদর্শিত হয়ে বড় হও।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু অকৃত্রিম দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতায় সমসাময়িক রাজনীতিবিদদের পেছনে ফেলে স্ব-মহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তার মাত্র ৫৫ বছরের জীবনে প্রায় ১৩ বছরের মত কারাগারে কাটিয়েছেন। ছোটবেলা থেকেই তিনি শোষণের বিরুদ্ধে ও শোষিত মানুষের পক্ষে কাজ করে গেছেন। শিশুদের প্রতি তার মমত্ববোধ ছিল অভাবনীয়। আজ থেকে কয়েক দশক আগেই তিনি শিশুদের অধিকার ও বিকাশে বেশকিছু দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন। যার সুফল আজ আমাদের শিশু-কিশোররা পাচ্ছেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা প্রাণীজ সম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান উল্যাহ চৌধুরী, জেলা ছাত্র লীগের সভাপতি মো. পারভেজ করীম বাবুল সহ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন এ্যাড. ইলিয়াছ মিন্টু, আ’লীগ নেতা মো. খোকন সরকার, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক দর্জি উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ইমদাদুল হক মিলন , সাধারন সম্পাদক মো. সোহেল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






